নয়াদিল্লি, ১ জুনঃ পেট্রোল-ডিজেলের পর এবার দাম বাড়ল রান্নার গ্যাসের। ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২ টাকা ৩২ পয়সা। আর ভর্তুকিহীন গ্যাসের দাম বাড়ানো হয়েছে সিলিন্ডার পিছু ৪৯.৫০ টাকা। কলকাতায় ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৪৯৬ টাকা ৬৫ পয়সা। ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ৭২৩ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৯ টাকা। ফলে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাড়িয়েছে ১২৯১ টাকা। জানা গিয়েছে, দিল্লিতে ভর্তুকিযুক্ত গ্যাসের সিলিন্ডারের দাম ৪৯৩ টাকা ৫৫ পয়সা। আর ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৬৯৮ টাকা ৫০ পয়সা। মুম্বই ও চেন্নাইয়ে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম যথাক্রমে ৪৯১ টাকা ৩১ পয়সা ও ৪৮১ টাকা ৮৪ পয়সা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম যথাক্রমে ৬৭১ টাকা ৫০ পয়সা ও ৭১২ টাকা ৫০ পয়সা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LbvwXL
June 01, 2018 at 01:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন