দেরাদুন, ০২ জুন- তরুণ সঙ্গীতশিল্পী আরমান আলিফের গাওয়া অপরাধী গানটি ভাইরাল হয়েছে। গত ২৬ এপ্রিল গান ও মিউজিক ভিডিও প্রকাশের পর পরই ইউটিউবে ঝড় তোলে। এখন পর্যন্ত অনলাইনে গানটি ৪ কোটির বেশিবার দেখা হয়েছে। এরই মধ্যে গানটি কাভার করে নিজেদের মতো প্রকাশ করেছেন অনেকেই। বাংলাদেশের ইউটিউব রেকর্ড ভাঙার পর অপরাধী গানটি ইউটিউবের গ্লোবাল র্যাংকিং এ প্রথম ১০০টি গানের মধ্যে ৮০তম জায়গা দখল করে নতুন এক ইতিহাস তৈরি করেছে। এবার বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রাও অপরাধী গাইলেন। বর্তমানে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের দেরাদুনে অবস্থান করছে বাংলাদেশ দল। এরই মধ্যে গতকাল শুক্রবার রাতে আফগানিস্তান এ দলের সঙ্গে খেলেছে প্রস্তুতি ম্যাচ। যদিও এই ম্যাচে আফগান এ দলের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে সাকিবরা। গা গরমের ম্যাচ বলেই এই ম্যাচ নিয়ে চিন্তিত নয় কেউ। সূচি অনুযায়ী আজ শনিবার অনুশীলনে নেমেছিল মুশফিক-মাহমুদুল্লাহরা। কিন্তু বৃষ্টির কবলে পড়ে পণ্ড হয় অনুশীলন। অনুশীলন হয়নি তাতে কি, টাইগাররা সময় পার করেছেন অপরাধী গান গেয়ে। গানের সাথে গলা মিলিয়েছেন দলের এর অনেকে। ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, সৌম্য সরকারও। বেশ মজা করেই গানটি গাইতে দেখা গেছে সবাইকে। এরই মধ্যে ক্রিকেটারদের গাওয়া অপরাধী গানের ভিডিওটি ফেসবুকে ভাইরালের পথে। সূত্র: আরটিভি অনলাইন এমএ/ ০৫:০০/ ০২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HdfMBh
June 02, 2018 at 11:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top