সাদা পোশাকে জাতীয় দল কী জিনিস? খায় না মাথায় দেয়- সেটা যেন ভুলেই গিয়েছিলেন দিনেশ কার্তিক। শুক্রবারই ৩৩ বছরে পা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার থেকে সাধারণ ভক্তরা। তবে শুধু অভিনন্দনই নয় বার্থডে বয়ের কপালে সারপ্রাইজ গিফটও জুটতে চলেছে! আর সেই গিফট দিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবশ্য এই গিফট যতটা না বিসিসিআইয়ের পক্ষ থেকে এসেছে, তার চেয়ে বলা ভালো গিফটটি দিয়েছেন ঋদ্ধিমান সাহা। ওপার বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যানের জন্য এই গিফট পেয়েছেন কার্তিক। ঋদ্ধিমান সাহা চোট পাওয়ার জন্য আসন্ন আফগানিস্তানের অভিষেক টেস্টে জাতীয় দলের সুযোগ পেয়েছেন কার্তিক! ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৭টি সেঞ্চুরি সহ মোট ৯০০০ রান রয়েছে কার্তিকের। ভারতের হয়ে ২৩ টি টেস্টে ম্যাচে কার্তিকের সংগ্রহ ১০০০ রান। ইংল্যান্ড সফরেও টেস্ট দলে ঢুকে পড়তে পারেন কার্তিক। কারণ এর আগে ২০০৭ ইংল্যান্ড সফরে তিনটি ম্যাচে যথাক্রমে ৬০, ৭৭, ৯১ রান করেছেন তিনি। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইংল্যান্ড সফরে ভালো পারফর্ম করার জন্যও টুইটারে বার্থডে বয়কে শুভকামনা জানিয়েছে বিসিসিআই। সূত্র: কালের কন্ঠ এমএ/ ০৪:২২/ ০২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2kF8366
June 02, 2018 at 10:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top