মুম্বাই, ২৫ জুন- চলতি বছরের মার্চের দিকে সোশ্যাল মিডিয়ায় খবর রটে বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা ইরফান খান। বেশ কিছু দিন চুপ থাকার পর নিজেই নিজের অসুস্থতার খবর জানান ইরফান। ইরফান জানান, নিউরোএন্ডেক্রিন টিউমার বা জটিল ধরনের মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। তার সুস্থতা কামনা করেছেন বলিউড তারকারা। এবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেল নতুন তথ্য। জানা গেছে, দীর্ঘ দিনের বন্ধু ইরফানের পাশে দাঁড়িয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গত মার্চ মাসে ইরফানের অসুস্থতার খবর পেয়ে ইরফানের স্ত্রী সুতপাকে ফোন করেছিলেন বলিউড কিং খান শাহরুখ। ইরফানের স্ত্রী সুতপা শাহরুখকে তাদের বাড়িতে আসতে বলেন, জানান ইরফান তার সঙ্গে দেখা করতে চান। আমন্ত্রণ পেয়ে শুটিং স্থগিত রেখে সোজা ইরফানকে দেখতে যান শাহরুখ। এরপর ইরফান লন্ডনে চিকিৎসা করাতে যাবেন জেনে ইরফানকে অবাক করে দিয়ে শাহরুখ তার লন্ডনের বাড়ির চাবি ইরফানের হাতে তুলে দেন। লন্ডনে চিকিৎসা চলাকালে তাকে সেখানেই থাকতে বলেন। শাহরুখের উদ্দেশ্য ছিল লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে ইরফান যেন তার বাড়িতে নিজের বাড়ির মতোই থাকতে পারেন। সম্প্রতি অসুস্থতা নিয়ে ফের মুখ খুলেছেন ইরফান খান। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার রোগ নির্ণয় থেকে শুরু করে বর্তমান পরিস্থিতির খবর। বলেছেন তার রোগের সাথে এখনো লড়ে যাওয়ার কাহিনী। নিজের রোগ সম্পর্কে ইরফান বলেন, বেশ কিছুদিন ধরেই আমি নিউরোএন্ডোক্রিন ক্যানসারে আক্রান্ত। শব্দটাই আমার কাছে একেবারে আনকোরা। রোগটাও বিরল। এতটাই বিরল যে এর কোনো নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিও নেই। খানিকটা অন্ধকারে ঢিল ছোঁড়ার মতোই এগিয়েছে আমার চিকিৎসা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2K6vWTm
June 24, 2018 at 10:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top