কাবুল, ১৬ জুনঃ ইদের খুশিতে কিছুদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল আফগানিস্তানে। বুলেটপ্রুফ জ্যাকেট পরা আফগান সেনার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে তালিবান জঙ্গি। কিন্তু ঠিক তখনই ঘটল ভয়াবহ বিস্ফোরণ। আফগানিস্তানের নানগারহার প্রদেশে সেই আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। তবে এখনও অবধি কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
ইদ উপলক্ষ্যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল কাবুল সরকার ও তালিবান। আর এই সুযোগে গোপন ডেরা আর শক্ত ঘাঁটিগুলি ছেড়ে রাস্তায় নেমেছে তালিবান জঙ্গিদের একাংশ। প্রায় দুদশক ধরে আফগানিস্তান জুড়ে একে অন্যের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে সরকারি বাহিনী ও তালিবান। সকাল থেকেই অন্য রকম দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছিল কাবুলে। তালিবান জঙ্গিরা অস্ত্র রেখে সাধারণ মানুষকে সেলফি তোলার জন্য আহ্বান জানাচ্ছিল। কিন্তু এই বিস্ফোরণের ফলে সব যুদ্ধবিরতির আশাই ফের শেষ হয়ে গেল আফগানদের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lbvTXg
June 16, 2018 at 10:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন