অ্যাপ ক্যাব নিয়ে কঠোর রাজ্য

কলকাতা, ১৬ জুনঃ কলকাতায় ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠা অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এই বিষয়ে কলকাতায় চলাচলকারী দুটি অ্যাপ ক্যাব সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। তাদের ভাড়া নির্ধারণের পদ্ধতি জানতে চাওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, উত্সবের মরশুমে এই যানগুলি অতিরিক্ত ও যথেচ্ছ ভাড়া নেয় বলে প্রায়শই অভিযোগ ওঠে। যা নিয়ন্ত্রণে এবার উদ্যোগী রাজ্য। সরকারি সূত্রে প্রকাশ, কীভাবে ভাড়া নির্ধারণ হয়, মালিক-চালক কী ভিত্তিতে টাকা পান ইত্যাদি সব তথ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে তাদের এই সংক্রান্ত তথ্য ও জবাব দিতে বলেছে রাজ্য সরকার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lbl1Jc

June 16, 2018 at 10:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top