নয়াদিল্লি, ১১ জুনঃ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অসুস্থ। বিজেপি সূত্রে খবর, সোমবার তাঁকে রুটিন চেকআপ এবং পর্যবেক্ষমের জন্য দিল্লির এইমস হাসপাতালে ভরতি করা হয়েছে।
হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, ৯৩ বছর বয়সী বিজেপির এই নেতাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন দিল্লি এইমসের ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া।
১৯৯৬ সালে তিনি মাত্র ১৩ দিনের জন্য প্রথমবার প্রধানমন্ত্রী হন। এরপর ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
ভারতীয় জনতা পার্টি এর নেতা হিসেবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এর বাইরে থেকে তিনিই প্রথম ব্যক্তি যিনি একদম পূর্ণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২৫ ডিসেম্বর তাঁর জন্মদিনের দিন বিজেপি সরকার সুশাসন দিবস হিসেবে পালন করে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HCNtMV
June 11, 2018 at 02:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন