এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঘিনীরা। রবিবার দুপুরে অনুষ্ঠিত খেলায় ভারতকে চাপে রেখেছিল সালমারা। এই ম্যআচ জেতার ফলে বাংলাদেশ ক্রিকেট দল এই প্রথমবারের মতো ঘরে তুললো কোন আন্তর্জাতিক ট্রফি। বাংলাদেশের বিজয় নিয়ে যা লিখলো ভারতীয় মিডিয়া। টস জিতে ভারতকে ব্যাটিং ে পাঠায় বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ অভারে বাংলাদেশ দল করে ১১২ রান। জবাবে ব্যাট করতে নেমে শেষ বলেই জয়ের দেখা পায় বাংলাদেশ দল। এই ম্যাচে ভারতকে ৩ উইকেটে হার্য বাংলাদেশ। জয়ের শেষ দুইটি রান আসে জাহানারআর ব্যাট থেকে। আরও পড়ুন: এই জয় সহ্য হলো না ভারতীয় মিডিয়ার! ভারতকে হারানর পরে বাংলাদেশের প্রশংসা করছে ভারতীয় গনমাধ্যমগুলো। দ্যা টাইমস অফ ইন্ডিয়া তাদের হেডলাইনে লিখেন ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রথম কোন ট্রফি জয়। ভারতের জনপ্রিয় পত্রিকা দ্যা হিন্দুস্তান টাইমস লিখে , ভারতের ৭ বারের স্বপ্ন চুকিয়ে বাংলাদেশের প্রথম এশিয়া কাপের শিরোপা জয়। এছাড়াও এনডিটিভ ইন্ডিয়া, দি্য কেরেলা টাইমস বাংলাদেশের প্রশংসা করে ভিন্ন ভিন্ন প্রতিবেদন লিখেছে। আরএস/০৯:০০/ ১১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Mg6pVe
June 11, 2018 at 09:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top