আজ থেকে মাঠে গড়াবে বাংলাদেশ বনাম আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। ভারতের দেরাদুনে প্রথম ম্যাচে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট) মুখোমুখি হবে দুই দল। এদিকে চলছে রমজান মাস। সারাদিন রোজা রেখে রাতে খেলতে হবে ক্রিকেটারদের অন্যদিকে বাংলাদেশ সিরিজের পর ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে রোজা রেখেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান ক্রিকেটাররা। দলের খেলোয়াড়দের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আফগানিস্তান কোচ ফিল সিমন্স। দেরাদুনের গরম নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ম্যাচগুলো রাতে হওয়ায় ক্রিকেটারদের জন্য কিছুটা সুবিধা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজের পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলবে আফগানরা। দিনের বেলা রোদে রোজা রেখে খেলার সিদ্ধান্তকে কিভাবে দেখছেন দলের কোচ? ভারতের বিপক্ষে টেস্টে ক্রিকেটারদের রোজা রাখার সিদ্ধান্তকে সমর্থন দিয়ে জানিয়েছেন ফিল সিমন্স। এমনকি তিনিও পূর্বে তাদের সাথে রোজা রাখার চেষ্টা করেছেন। রোজা রেখে ক্রিকেটারদের খেলাটা নতুন কিছু নয়, আর এতে সমস্যা নেই সিমন্সের। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি গেল বছর থেকে তাদের সাথে আছি। আমিও একাধিকবার তাদের সঙ্গে রোজা রাখার চেষ্টা করেছি তাই আমি জানি তাদের জন্য এটা কতটা কষ্টের। এটাই তাদের ধর্মীয় সংস্কৃতি, এটা তারা অনেককাল থেকেই পালন করে আসছে। এটাই প্রথমবার নয়, এর আগেও তারা রোজা অবস্থায় খেলেছে। আমি তাদের পছন্দ এবং সিদ্ধান্তে সম্মান জানাই। আরও পড়ুন: জেনে নিন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি আফগানিস্তানকে হারাতে হলে সেরা খেলাটাই দিতে হবে বলে মনে করেন সাকিব। রবিবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে এসব বলেন সাকিব আল হাসান। নিজেদের সেরা খেলাটাই খেলতে চান বলে জানিয়েছেন সাকিব। একজন-দুইজন নয়, দলের এগারোজনই ভালো খেলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আরএস/০৯:০০/ ০৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JmO89X
June 03, 2018 at 07:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top