ঢাকা, ০২ জুন- এশিয়ান গেমস, সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ সামনে রেখে ফুটবলারদের প্রস্তুতি চলছে বিকেএসপিতে। নতুন নিয়োগ প্রাপ্ত ইংলিশ কোচ জেমি ডে দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত স্থানীয় মাহবুব হোসেন রক্সি, মোস্তফা আনোয়ার পারভেজ বাবু, মাসুদ পারভেজ কায়সার ও গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নের অধিনে। কবে নতুন কোচ দায়িত্ব নেবেন বাফুফে থেকে তা নিশ্চিত করা হয়নি এখনো। কয়েকদিন আগে জানানো হয়েছিল কোচের টিকিট পাঠানো হয়েছে, ৯ জুন চলে আসবেন। শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানালেন, কোচ ৯ জুনই আসতে চান। কোচ আসতে চাইলেও তাকে কয়েকদিন পরে আসতে বলেছে বাফুফে। কোচ ৯ জুন আসতে চাইলেও আমরা চাচ্ছি আরো কয়েকদিন পরে আসুক। মানে ঈদের পর। কারণ আর কয়েকদিন পর ঈদের ছুটি হবে ক্যাম্পে। যে কারণে কোচ চাইলে আরো কয়েকদিন থেকেই আসতে পারেন-বলেছেন কাজী নাবিল আহমেদ। জেমি ডে দুই বিদেশি সহকর্মীও পাচ্ছেন। বাফুফে আরো ২ জন বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে এবং দুইজনই জেমির দেশের। এর মধ্যে একজন গোলরক্ষক কোচ। কাজী নাবিল আহমেদ বলেছেন,জেমি ডের ২ সহকারীর সঙ্গে কথাবার্তা চলছে। আশা করছি বিষয়টা চূড়ান্ত হয়ে যাবে। তিনটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সামনে রেখে বাফুফে জাতীয় দলের জন্য ২ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। ন্যাশনাল টিমস কমিটির দেয়া এ বাজেট আগামী অক্টোবর পর্যন্ত। এশিয়ান গেমস, সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ সামনে রেখেই এই দীর্ঘ প্রস্তুতি ফুটবলারদের। আগস্ট-সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের আগে ফুটবল দলকে বিভিন্ন দেশে পাঠিয়ে প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনার কথাও বললেন কাজী নাবিল আহমেদ, জুলাইয়ের শেষ দিকে বিদেশে পাঠিয়ে ফুটবলারদের প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা আছে আমাদের। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/০২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LdX3YL
June 03, 2018 at 06:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top