ট্রাম্প-কিম বৈঠক, পাহারায় গোর্খা রেজিমেন্ট

সিঙ্গাপুর, ৫ জুনঃ আর এক সপ্তাহ পরেই সিঙ্গাপুরে হতে চলেছে ট্রাম্প ও কিমের ঐতিহাসিক বৈঠক। সেখানে পাহারায় নিযুক্ত থাকবেন গোর্খারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও  উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের আসন্ন বৈঠক ঘিরে চলছে জোর প্রস্তুতি। ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা। দুই শীর্ষ নেতৃত্ব তাঁদের নিজস্ব নিরাপত্তা টিমও আনছেন। একটি সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর সরকার অবশ্য নিরাপত্তায় গোর্খাদের নিযুক্ত করেছে। সাংগ্রিলা হোটেলের বৈঠকস্থল, সংলগ্ন রাস্তা, ঘরবাড়ি, সরকারি ভবন এবং সেখানকার অন্যান্য হোটেলে পাহারায় নিযুক্ত রাখা হবে সিঙ্গাপুরের গোর্খাবাহিনীকে। ভযংকর যোদ্ধা হিসেবে বিশ্বে গোর্খাদের একটা আলাদা খ্যাতি রয়েছে। কিম আর ট্রাম্পের সুরক্ষা সুনিশ্চিত করতে ইতিমধ্যে বেশ কয়েকদফা মহড়াও সেরে ফেলেছে এখানকার গোর্খা রেজিমেন্ট। সাংগ্রিলা হোটেলের সিকিউরিটি কনফারেন্সেও তাঁদের যোগ দিতে দেখা গিয়েছে। ট্রাম্প ও কিমের পাহারায় নিযুক্ত গোর্খারা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত থাকলেও তাঁদের সাবেকি অস্ত্র খুকরি কিন্তু সঙ্গে থাকছে। গোর্খাবাহিনীকে নিযুক্ত করা নিয়ে সরকারিভাবে অবশ্য কোনো বার্তা দেওযা হয়নি। তবে সিঙ্গাপুরের এক সমর বিশেষজ্ঞ জানিয়েছেন, নিরাপত্তার ক্ষেত্রে ওরা সর্বোত্তম। আমি নিশ্চিত ওদেরই রাখা হবে। সিঙ্গাপুর পুলিশ ও আধাসেনায় ১৮০০গোর্খা রয়েছেন। নেপাল, ভারত ও ব্রিটেনের পাশাপাশি  সিঙ্গাপুরে গোর্খা রেজিমেন্ট রয়েছে। দুটি বিশ্বযুদ্ধেই গোর্খারা যুদ্ধ করেছিল। আফগানিস্তান ও ফকল্যান্ড যুদ্ধেও তাঁরা অংশ নেয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sJ5q6V

June 05, 2018 at 10:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top