ভারতের প্রস্তাব মেনে নিক পাকিস্তানঃ বিশ্বব্যাংক

ইসলামাবাদ, ৫ জুনঃ পাকিস্তানকে সিন্ধু জল চুক্তি নিযে ভারতের প্রস্তাব মেনে নেওয়ার পরামর্শ দিল বিশ্বব্যাংক। জম্মু-কাশ্মীরে ভারতের কিষানগঙ্গা ও রাতলে জলবিদু্যত্ প্রকল্প নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। তাদের অভিযোগ, সিন্ধু জল চুক্তি ভেঙে কাশ্মীরে একের পর এক জলবিদু্যত্ কেন্দ্র তৈরি করছে ভারত। এরফলে পাকিস্তানের অংশে জলের পরিমাণ কমে যাবে বলে দাবি করেছে পাক সরকার। এবিষয়ে আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা করেছে ইসলামাবাদ। তবে সেই অভিযোগ আগেই খারিজ করে দিয়েছিল ভারত। দিল্লির বক্তব্য, সংশ্লিষ্ট প্রকল্পগুলিতে জল আটকানোর মতো পরিকাঠামো তৈরি করা হচ্ছে না। ভারতের জলবিদু্যত্ উত্পাদনের সঙ্গে পাকিস্তানের অংশে জলের পরিমাণ কমে যাওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে দিল্লি। পাকিস্তানের বক্তব্য খতিয়ে দেখতে নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে পরিস্থিতি পর্যালোচনার প্রস্তাবও দিয়েছিল কেন্দ্র। তবে সেই প্রস্তাব মানতে রাজি হয়নি পাকিস্তান।

সম্প্রতি পাকিস্তানের এক প্রতিনিধি দল বিশ্বব্যাংকের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের সঙ্গে দেখা করে ভারতের বিরুদ্ধে  সিন্ধু জল চুক্তি ভঙ্গের অভিযোগ জানিয়েছিল। পাক প্রতিনিধি দলের নেতত্বে ছিলেন সেদেশের অ্যাটর্নি জেনারেল আসফার আলি। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, ইসলামাবাদের দাবি খারিজ করে দিয়েছে বিশ্বব্যাংক। তাদের তরফে পাকিস্তানকে ভারতের প্রস্তাব মেনে নেওযার পরামর্শ দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JfEpD4

June 05, 2018 at 10:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top