নয়াদিল্লি, ২৩ জুনঃ অপরাধের তদন্তে নাগরিকদের আধার তথ্য ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) জানিয়েছিল, কোনো অপরাধের তদন্তে আধার তথ্যের সীমাবদ্ধ ব্যবহারের জন্য পুলিশকে অনুমতি দেওযা উচিত। এনসিআরবি-র এই আর্জি সরাসরি খারিজ করে ইউআইডিএআই জানিয়েছে, আধার আইনের ২৯ নম্বর ধারা অনুযায়ী, কোনো অপরাধের তদন্তে নাগরিকদের বায়োমেট্রিক তথ্যের ব্যবহার করা যায় না। তবে ওই আইনের ৩৩ নম্বর ধারার উল্লেখ করে আধার কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত কোনো অপরাধের তদন্তের ক্ষেত্রে আধার তথ্য ব্যবহার করা সম্ভব। সেক্ষেত্রে ক্যাবিনেট সচিবের নেতৃত্বাধীন কমিটি যদি তাতে সায় দেয় তবেই ওই তথ্য ব্যবহার করা যাবে। ইউআইডিএআই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, নাগরিকদের যে বায়োমেট্রিক তথ্য তারা সংগ্রহ করেছে তা একমাত্র আধার কার্ড তৈরি এবং আধার কার্ডধারীর পরিচয তৈরির ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এছাড়া আর কোনো উদ্দেশ্যে এই তথ্য ব্যবহার করা যাবে না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MQpa1O
June 23, 2018 at 06:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন