মুম্বাই, ২৩ জুন- হাসপাতাল ছেড়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। শুক্রবার তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত বৃহস্পতিবার ভারতের উত্তরখণ্ডে শুটিং করার সময় হঠাৎ সানির পেটে পিড়া শুরু হয়। এরপর তাকে উদম সিং নগর জেলার ব্রিজেশ হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক মানায়েক আগরওয়াল ভারতীয় একটি সংবাদ মাধ্যমে বলেন, পেটে পিড়া ও সামান্য জ্বর নিয়ে সানি হাসপাতালে আসেন। ওষুধ দেয়ার পর ব্যথা কমে গেলে শুক্রবার বিকেলে আমরা তাকে ছাড়পত্র দিয়েছি। এ প্রসঙ্গে সানির মুখপাত্র বলেন, সানি রিসোর্টে ফিরেছেন। চিকিৎসক তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। স্প্লিটসভিলা রিয়েলিটি শোয়ের শুটিং করার সময় অসুস্থ হন সানি। এ শোয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেন, আগামী দুইদিন যে অংশটুকুতে সানিকে প্রয়োজন নেই সেগুলোর শুটিং করব। আশা করছি সোমবার নাগাদ তিনি আবারও শুটিংয়ে যোগ দেবেন। স্প্লিটসভিলা রিয়েলিটি শো ছাড়াও অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত টোটাল ধামাল সিনেমায় অভিনয় করবেন সানি। এছাড়া দিলজিৎ দুসাঞ্জ ও কৃতি স্যাননের সঙ্গে একটি সিনেমায় দেখা যাবে তাকে। এর পাশাপাশি তামিল ভাষার বীরমাদেবী সিনেমাতেও হাজির হবেন সানি। এতে একজন যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন তিনি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/২৩ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tnxxts
June 24, 2018 at 12:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন