রায়গঞ্জ, ৩০ জুনঃ দুটো ট্রাকের রেষারেষিতে হাত খোয়ালেন এক কাপড় ব্যবসায়ী। শনিবার দুপুর ১২টা নাগাদ করণদিঘি থানার টুঙ্গীদীঘি এলাকার ঘটনা। আহত ওই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত জখম অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে। এদিন বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনাগ্রস্ত ওই ব্যক্তির বাঁ হাত কেটে বাদ দেন কর্তব্যরত চিকিৎসক। আহত ওই ব্যক্তির নাম আব্বাস আলি। বাড়ি মালদা জেলার কালিয়াচকে। আব্বাস আলি জানান, কালিয়াচক থেকে ট্রাকে করে কাপড় নিয়ে বিহারের মধুআনি এলাকায় যাচ্ছিলেন তিনি। লরির খালাসীর জায়গায় বসেছিলেন। তাঁর বাঁ হাতটি বের করা ছিল গাড়ির বাইরে। এরপর দুটো লরির রেষারেষিতে বাঁ হাতে গুরুতর চোট পান তিনি। দুটো লরিকেই আটক করেছে করণদিঘি থানা পুলিশ।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tH9W7k
June 30, 2018 at 06:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন