ঢাকা, ৩০ জুন- দীপ্ত টিভি বিনোদনে দর্শক মাতিয়ে রাখতে হাজির হচ্ছে নতুন দুটি ধারাবাহিক নাটক নিয়ে। নাটক দুটি হলো নিউইয়র্ক থেকে বলছি এবং মধ্যবর্তিনী। গেল বৃহস্পতিবার দীপ্ত টিভি ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দুটি নাটককে পরিচয় করিয়ে দেন দীপ্ত টিভির সিইও কাজী উরফী আহমদ। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠান প্রধান ফুয়াদ চৌধুরী সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ। সেখানে জানানো হয়, আজ ৩০ জুন থেকে প্রচারে আসবে নিউইয়র্ক থেকে বলছি নাটকটি। প্রতি শনি-বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০মিনিট ও রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে নাটকটি। এই নাটকে স্ত্রী প্রিয়া ডায়েসকে নিয়ে একসঙ্গে অভিনয় করেছন এক সময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। নিউইয়র্ক প্রবাসী একদল বাংলাদেশি আর ঢাকায় ফেলে যাওয়া তাদের প্রিয়জনের পথচলার গল্প নিয়ে তৈরি হওয়া নিউইয়র্ক থেকে বলছি ধারাবাহিকটি রচনা করেছেন রূপান্তর এবং পরিচালনা করেছেন রহমত উল্লাহ তুহিন। এতে টনি-প্রিয়া ছাড়া আরও অভিনয়ে করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, হিল্লোল, সাবেরি আলম, তারিন, নওশিন, রিচি সোলায়মান, ইশানা, জেনিসহ আরো অনেকে। অন্যদিকে ১৪ জুলাই শনি-বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ও রাত ৮টা ৩০মিনিটে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক মধ্যবর্তিনী। ছকে বাঁধা নিস্তরঙ্গ জীবনে অসুস্থ শাম্মী সংসারে পূর্ণতা আনতে স্বামী ইমরানের আরেকটা বিয়ে দিয়ে নিয়ে আসে নতুন বউ; ভালোবাসার বদলে ঘৃণা, মমতার বদলে ছলনা দেয়া নতুন বউ সন্তান নয়, শাম্মীদের উপহার দেয় ষড়যন্ত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী গল্প মধ্যবর্তিনী থেকে অনুপ্রাণিত ধারাবাহিকটি রচনা করেছেন আহমেদ খান হীরক, পরিচালনা করেছেন রাজু খান। অভিনয় করেছেন সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, শারমিন আঁখি, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, কল্যান কোরাইয়া, নাবিলাসহ আরো অনেকে। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/৩০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tHF4DH
July 01, 2018 at 12:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top