ঢাকা, ১১ জুন- কুয়ালালামপুরে মহাকাব্যিক ওই জয়ের পর থেকেই বাংলাদেশের মেয়েদের জন্য বইছে অভিনন্দনের জোয়ার। ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পর গণমাধ্যমের শিরোনামে এখন শুধুই সালমারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি। তবে সোমবার (১১ জুন) বিকেলেই কুয়ালালামপুর থেকে দেশে পৌঁছাবেন সালমারা। বিমানবন্দর থেকে সরাসরি তাঁদের নিয়ে আসা হবে হোটেল সোনারগাঁওতে। সেখানেই হবে তাদের রাজকীয় সংবর্ধনা। এখন পর্যন্ত বিসিবি মেয়েদের পুরস্কার বা বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। হোটেল সোনারগাঁতে বিসিবির পরিচালকদের বৈঠকে থাকবেন সভাপতি নাজমুল হাসান পাপনও। ধারণা করা হচ্ছে, সেখানেই তিনি বড় অঙ্কের পুরস্কারের ঘোষণা দেবেন। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন পুরস্কারের কথা সরাসরি কিছু না বললেও জানিয়েছেন, মেয়েদের ক্রিকেট নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করছিলাম। অবশেষে সাফল্য ধরা দিল। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন। আশা করি মেয়েদের জন্য এটা বড় একটা প্রেরণা হয়ে থাকবে। সূত্র: সারাবাংলা এমএ/ ০১:১১/ ১১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LHr82T
June 11, 2018 at 07:20PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন