সুরমা টাইমস ডেস্ক :: নগরীর শাহজালাল উপশহর সিলেট সরকারী তিব্বিয়া কলেজের সামনে ছিনতাইর ঘটনায় দিনভর অভিযান চালিয়ে ১ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৮ট ছিনতাইয়ের শিকার হন বেসরকারী এনজিও আশার কর্মকর্তা মো. আব্দুর রহিম।
এসময় ছিনতাইকারীরা তাকে ছোরা দিয়ে মাথায় আঘাত করে তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় থাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএমপির শাহপরান থানার এসআই রাজিব কুমার রায়, এএসআই শফিকুল ইসলাম, কনেষ্টবল কাউসার ও আমিনুলের নেতৃত্বে দিনভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টায় নগরীর বন্দরবাজার থেকে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে এক ছিনতাইকারীকে আটক করা হয়।
আটককৃত ছিনতাইকারীর নাম মো. হানিফ (২২) । সে নগরীর সৈদানীবাগ এলাকার আরজু মিয়ার কলোনীতে বসবাস করে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন এসআই রাজিব কুমার রায় জানান ধৃতের বিরোধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ছিনতাইর সাথে জড়িত অপর ছিনতানকারীদের ধরতে অভিযান অব্যাহত চলছে।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2y69iVk
June 11, 2018 at 06:56AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন