সেন্ট লুসিয়া, ১৭ জুন- সারা দুনিয়া এখন বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতোয়ারা। এরই মধ্যে ক্রিকেটে ঘটেছে একটি কলঙ্কিত ঘটনা। বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল নাকি এর সঙ্গে যুক্ত। সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাকি এই ঘটনা ঘটে। গতকাল শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে নাকি এই ঘটনা ঘটে। এর জন্য শাস্তি হিসেবে ৫ রান জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কাকে। এদিকে আজ রোববার ম্যাচের তৃতীয় দিনে নতুন বল নিয়ে মাঠে নামে আম্পায়াররা। এর প্রতিবাদে শ্রীলঙ্কার খেলোয়াড়রা মাঠে নামেননি। পরে অবশ্য তাদের বুঝিয়ে মাঠে নামানো হয়। এদিকে এক টুইটে আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.২.৯ ধারা ভঙ্গ করায় অভিযুক্ত হয়েছেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক দিনেশ চান্ডিমাল। অবশ্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শ্রীলঙ্কার খেলোয়াড়রা এর সঙ্গে যুক্ত নন। তবে এই অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পেতে পারেন শ্রীলঙ্কান অধিনায়ক। এর আগে গত মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ফেঁসে গিয়েছিলেন। এর জন্য ব্যানক্রফট নয় মাস এবং অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ১২ মাস করে নিষিদ্ধ হন। সূত্র: এনটিভি এমএ/ ০৭:২২/ ১৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JJH8oF
June 18, 2018 at 01:30AM
17 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top