লন্ডন, ২২ জুন- পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। চেস্টর-লে-স্ট্রিটে খেলা শুরু হয় বৃহস্পতিবার (২১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। প্রথম তিন ম্যাচে হারলেও আজ হতাশার মধ্যে থেকে হাত খোলেন অজিরা। অ্যারণ ফ্রিঞ্চ ও শেন মার্শের সেঞ্চুরির উপর ভর করে পাহাড় সমান রান সংগ্রহ করে পেইন বাহিনী। ফলে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ইংলিশদের ৩১১ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। এমন ম্যাচটিতে প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজি দলনেতা। ব্যাট করতে নেমে দারুণ শুরু করে অজি ব্যাটসম্যানরা। শুরু থেকেই হাত খুলে খেলেন দুই ওপেনার অ্যারণ ফ্রিঞ্চ ও ট্রেবিস হেড। ১০১ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৬৩ রানের মাথায় কাটা পড়েন হেড। এরপর ফ্রিঞ্চ ও শেন মার্শের ব্যাটিং তাণ্ডব। ১০৬ বলে সেঞ্চুরি কাটা পড়েন ফ্রিঞ্চ। অন্যদিকে ৯২ বলে ১০১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মার্শ। তবে শেষের দিকে বলার মতো কোন রান করতে পারেনি অজিরা। ফলে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩১০ রান জমা হয় অস্ট্রেলিয়ার একাউন্টে। উল্লেখ্য, সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। এছাড়া সবশেষ ম্যাচে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড করেছে থ্রি-লায়নরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে ইংলিশদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। সূত্র: গোনিউজ২৪ আর/১২:১৪/২২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yv8wl3
June 22, 2018 at 06:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top