দীর্ঘ ২৪ বছর পর ইজরায়েল সফরে ব্রিটেনের রাজপরিবারের সদস্য

জেরুজালেম, ২৭ জুনঃ দীর্ঘ ২৪ বছর পর এই প্রথম ব্রিটিশ রাজ পরিবারের কোনও সদস্য ‘অফিশিয়াল’ ইজরায়েল সফরে গেলেন। মঙ্গলবার জর্ডান সফর শেষে ডিউক অফ কেমব্রিজ, যুবরাজ উইলিয়াম ইজরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিলাসবহুল হোটেল কিং ডেভিডে থাকবেন তিনি। এক সময়ে এখানেই ব্রিটিশদের মূল কার্যালয় ছিল।

এই অঞ্চল দীর্ঘ তিন দশক ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ১৯৪৮ সালে এখান থেকে নিজেদের সরিয়ে নেয় ব্রিটেন। এই অঞ্চল থেকে দুই দেশ ইজরায়েল এবং জর্ডনের জন্ম হয়। এরপর থেকে তিক্ততা শুরু ইজরায়েল-প্যালেস্টাইনের। আমেরিকা এই দুই দেশে শান্তি ফেরানোর নিজের হাতে তুলে নেওয়ায়, এখানে আর নিজের আধিপত্য বিস্তার করতে আসেনি ব্রিটেন। এত বছর পর যুবরাজ উইলিয়ামের এই সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
যুবরাজ উইলিয়ামের কর্মসূচি অনুযায়ী ইজরায়েল এবং প্যালেস্টাইনের নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা আছে তাঁর। বুধবার যাওয়ার কথা জেরুজালেমের ইয়াড ভাসহেম হোলোকাস্ট মেমোরিয়ালে। ইজরায়েলের রাষ্ট্রপতি রিউভেন রিভলিন এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেটানইয়াহুর সঙ্গেও দেখা করার কথা তাঁর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lDpXGI

June 27, 2018 at 12:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top