কলকাতা, ২৭ জুনঃ ফেসবুক মেসেঞ্জারে আসা একটি অজানা লিংকে ক্লিক করে ফেসবুক অ্যাকাউন্টের মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিল কিশোরটি। তার জেরেই হল বিপদ। কিশোর জানিয়েছে, এরপরই তাপ এফবি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। মুহূর্তের মধ্যে ফোনের গ্যালারির বেশকিছু অন্তরঙ্গ ছবি হ্যাকারের হাতে চলে যায়। ব্যক্তিগত মেসেজও হ্যাকড হয়। কিশোরের অভিযোগ, এরপরই তার ফেসবুকে মেসেজ আসতে শুরু করে। চাওয়া হয় টাকা। হুমকি দেওয়া হয় ২০ হাজার টাকা না দিলে সোশাল মিডিয়ায় অন্তরঙ্গ ছবিগুলি ভাইরাল করে দেওয়া হবে। সোনারপুর থানায় ইতিমধ্যেই ঘটনার জিডি করেছে কিশোর।
কিশোরটি জানিয়েছে, এই মেসেজ পাওয়ার পর সে ও তার দশম শ্রেণীতে পাঠরতা প্রেমিকা মানসিক চাপে রয়েছে। বিষয়টি তারা বাড়িতেও জানাতে পারছে না। সেকারণেই পুলিশের দ্বারস্থ হয়েছে তারা। যোগাযোগ করেছে ভবানীভবনেও।
সাইবার আইনজীবীরা জানিয়েছেন, এই ঘটনায় সরাসরি এফআইআর করা উচিত ছিল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yJEqKX
June 27, 2018 at 11:55AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন