ওয়েব ডেস্ক, ১২ জুনঃ ৬৮ বছরের ঠান্ডা লড়াইয়ের কার্যত অবসান ঘটিয়ে হাত মেলালেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকের পর হাসিমুখে ট্রাম্প জানান, ‘আমরা একটা বড়ো সমস্যা, দ্বন্দ্বের সমাধান করতে চলেছি।’ কিম বলেন, ‘সামনে অনেক চ্যালেঞ্জ। তবে ট্রাম্পের সঙ্গে কাজ করতে চাই।’ প্রায় ৪৫ মিনিট কথা হয় দুই রাষ্ট্রনেতার।
মাত্র কয়েকমাস আগেও ছবিটা অবশ্য সম্পূর্ণ অন্যরকম ছিল।উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের পারমাণবিক পরীক্ষা ও রণংদেহি মেজাজে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন ট্রাম্প। দুই দেশের মধ্যে যুদ্ধের হুমকি দেওয়া শুরু হওয়ায় গোটা বিশ্বে উদবিগ্ন হয়ে পড়ে। মূলত দক্ষিণ কোরিয়ার মধ্যস্থতায় বরফ গলতে শুরু করেছিল। ট্রাম্প ও কিমের বৈঠক নিয়ে কতটা উদবিগ্ন ছিল দক্ষিণ কোরিয়া তা সে দেশের প্রেসিডেন্ট মুনের কথাতেই স্পষ্ট। ভারতীয় সময় মঙ্গলবার সকালে মুন বলছেন, সারা রাত আমার দেশের মানুষের সঙ্গে আমিও জেগে কাটিয়েছি। সত্যি সত্যিই আমরা দুই কোরিয়া আর আমেরিকার মধ্যে একটা নতুন সম্পর্ক গড়ে তুলতে চাইছি।
ছবিঃ সিঙ্গাপুরে বৈঠকে ট্রাম্প-কিম। সৌজন্যেঃ দ্য গার্ডিয়ান
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JEjiqv
June 12, 2018 at 10:17AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন