বোরো ধান কেনার কোটা বেঁধে দিতে মঙ্গলবার কোচবিহারে আসছেন খাদ্যমন্ত্রী

কোচবিহার, ১১ জুনঃ  উত্তরবঙ্গের চার জেলার বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা বেঁধে দিতে মঙ্গলবারই তড়িঘড়ি কোচবিহারে পৌঁছোচ্ছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্য সরকারের কাছে ধান কিনে নিতে অনীহা দেখাচ্ছে এফসিআই। ওদের চাহিদা বাদ দিলে এখনও খাদ্য দপ্তরকে লক্ষ্যমাত্রায় পৌঁছোতে হলে আরও ৬ লক্ষ মেট্রিকটন ধান কিনতে হবে। খাদ্য দপ্তর এখন বোরো ধান কিনে ওই ঘাটতি মেটাতে চায়। জেলাগুলিকে বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা বেঁধে দিতে চায় খাদ্য দপ্তর। কোটা অনুযায়ী ধান কেনা বাধ্যতামূলক করে জেলা প্রশাসনকে বার্তা দেওযা হবে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে যাবেন খাদ্যমন্ত্রী। মঙ্গলবার কোচবিহার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক সেরে বুধবার সকালে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন। ওই দিন বিকেলেই তাঁর উত্তরকন্যায় শিলিগুড়ি সহ দার্জিলিং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা।

খাদ্যমন্ত্রী সোমবার জানিয়েছেন, বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলা প্রশাসনকে কোটা বেঁধে দেওয়া হবে। কোটার কমও কেনা চলবে না। আবার দেখতে হবে বেশিও যেন কেনা না হয়। কারণ ধান বা চাল অতিরিক্ত কেনা হলে নষ্ট হবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MlsKRp

June 11, 2018 at 11:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top