সোচি, ২৪ জুন ঃ জার্মান জেদ বোধহয় একেই বলে। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দশ জনে খেলেও অতিরিক্ত সময়ে সুইডেনকে ২-১ গোলে হারাল গতবারের চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে এখনও বিশ্বকাপে টিকে রইলেন টমাস মুলার, ম্যানুয়েল নয়্যাররা। অতিরিক্ত সময়ে অবিশ্বাস্য ফ্রি কিকে গোল করে জার্মানিকে জয় এনে দিলেন টোনি ক্রুস।
প্রথম ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে হারের পর ফিশট স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল জার্মানির। সুইডিশদের বিরুদ্ধে প্রথম দিকে তেড়েফুঁড়ে শুরুও করেছিল জার্মানি। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলমুখ খুলতে পারেনি তারা। বরং যত সময় এগোতে থাকে, ম্যাচে ফিরে আসতে থাকে সুইডেন। ৩১ মিনিটে জার্মান ডিফেন্ডারদের বোঝাপড়ার অভাবকে কাজে লাগিয়ে গোল করে যান সুইডেনের ক্লেসেন। বিরতির পর মারিও গোমেজ নামার পর ম্যাচে ফেরে জার্মানি। ৪৮ মিনিটে গোমেজের পাস থেকে গোল করে যান মার্কো রিউস। সুইডিশ ডিফেন্সের চাপ বাড়িয়ে গেলেও গোলসংখ্যা বাড়াতে পারেননি জার্মানরা। এর মাঝেই ৮২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জেরোম বোয়েতাং। তখন সকলেই ধরে নিয়েছেন ড্র করে প্রায় ছিটকে যাচ্ছে জার্মানি। কিন্তু হাল ছাড়েননি জার্মান স্ট্রাইকাররা। ম্যাচের ৯৫ মিনিটে বক্সের বাইরে থেকে ক্রুসের বাঁকানো ফ্রিকিক জড়িয়ে যায় সুইডিশ গোলে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yECnI0
June 24, 2018 at 11:05AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন