অন্য আরব বসন্ত, সৌদিতে গাড়ি চালানোর অনুমতি পেলেন মহিলারা

রিয়াধ, ২৪ জুন ঃ এ যেন নতুন আরব বসন্ত। বহুদিনের লড়াইয়ের পর অবশেষে মিলল ছাড়পত্র। সৌদি আরবে গাড়ির স্টিয়ারিংয়ের দখল পেলেন মহিলারা। শনিবার মধ্যরাত  থেকে প্রকাশ্যে গাড়ি চালানোর অনুমতি পেলেন সৌদি মহিলারা। আর তারপরই রাস্তায় নামল গাড়ির ঢল। নিজেরা গাড়ি নিয়ে রাস্তায় ভিড় জমালেন বহু সৌদি মহিলা। সেই সব ছবি আপলোড হতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

এতদিন বহু কড়া আইনের মতোই প্রকাশ্যে গাড়ি চালানোর অনুমতি পেতেন না সৌদি আরবের মহিলারা। বহু আন্দোলনের পরেও মেলেনি ছাড়। তবে অবস্থার বদল আসতে শুরু করে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে। তখনই সলমন ঘোষণা করেছিলেন, মহিলাদের গাড়ি চালাতে ছাড়পত্র দেবেন তিনি। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে সৌদি বাদশাহ সলমন বিন আব্দুল আজিজ এক ডিক্রিতে মহিলাদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। তিনি ঘোষণা করেন ২০১৮ সালের ২৪ জুন থেকে মহিলারা রাস্তায় গাড়ি চালাতে পারবেন। প্রক্রিয়ার অংশ হিসেবে গত জুন মাসে মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দিতে শুরু করে সৌদি কর্তৃপক্ষ। অবশেষে শনিবার মধ্যরাতে এল সেই মাহেন্দ্রক্ষণ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Kgk5hw

June 24, 2018 at 11:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top