বেজিং, ৩ জুনঃ ইন্দো-চিন সম্পর্ক নিয়ে সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণকে স্বাগত জানাল বেজিং। এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ইতিবাচক বলে জানিয়েছে চিনা সরকার। সিঙ্গাপুরে ১৭তম ‘সাংগ্রি-লা ডায়লগ’-এ ভাষণ বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেছিলেন, তিনি বিশ্বাস করেন, ভারত ও চিন যদি আত্মবিশ্বাসের সঙ্গে এক হয়ে কাজ করে, তাহলে তা এশিয়া ও বিশ্বের জন্য সুন্দর ভবিষ্যত গড়ে তুলবে। সাংহাই কোঅপরাশেন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকের আগে চিনের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সদস্য হওয়ার পর এই প্রথম এসসিও-র বৈঠকে যোগ দিচ্ছে ভারত। দু’দেশই যে ডোকালাম ইশ্যুকে ভুলে সামনে তাকাতে চায়, তা এই বক্তব্যেই স্পষ্ট বলে মনে করছে তারা। অন্যদিকে, এসসিও-র বৈঠকের মাঝেই চিনা প্রেসিডন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা হতে পারে মোদির।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LVtxb9
June 03, 2018 at 01:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন