মৌলানি, ৩ জুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ল একটি পিক-আপ ভ্যান। গাড়ির চালকের তেমন আঘাত না লাগলেও আহত হন গাড়িতে থাকা এক কর্মচারী। ব্যাপক ক্ষতি হয়েছে দোকানটির। রবিবার সকালে মৌলানি বাজারে দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, এদিন ভোর পাঁচটা নাগাদ একটি পিক-আপ ভ্যান লাটাগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে আসছিল। পথে মৌলানি বাজারে পিক-আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় কাপড় ব্যাবসায়ী অর্জুন শীলের দোকানে ঢুকে পড়ে। রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিও ভেঙে যায় ভ্যানের ধাক্কায়। আহত কর্মীকে প্রথমে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী জানান গোটা দোকান ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। দোকানের আসবাবপত্র ও জামা কাপড়ের প্রচুর ক্ষতি হয়েছে। এদিকে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় এলাকায় বিদ্যুৎ পরিসেবা ব্যাহত হয়। ঘটনার তদন্তে ক্রান্তি ফাঁড়ির পুলিশ।
তথ্য ও ছবিঃ শুভদীপ শর্মা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Jb9zr8
June 03, 2018 at 01:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন