রিয়াদ, ১৮ জুন- সৌদি আরবের রিয়াদের চোলাই এলাকায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মরহুম আবদুল মালেক ভেন্ডারের ছেলে কামরুল ইসলাম (৩৮) এবং চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে এয়াছিন ওরফে ফকির (৩৪)। শনিবার দিনগত রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নিহত কামরুলের ভাই সালেক মিয়া ও এয়াছিনের মামাশ্বশুর সাইদুল হক আদর। নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, চোলাইয়ের একটি ফোম ফ্যাক্টরিতে কাজ করতেন কামরুল ও এয়াছিন। ফ্যাক্টরির ওপরেই ছিল তাদের থাকার বাসা। ঘটনার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে বাসায় থাকা দুই প্রবাসীসহ সব মালামাল পুড়ে যায়। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ছৌমুছি হাসপাতাল মর্গে পাঠায়। নিহত কামরুল ইসলামের দুই ছেলে-মেয়ে এবং এয়াছিনের আছে দুই ছেলে বলে জানা গেছে। এই বিষয়ে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ফখরুল ইসলাম জানান, দুই বাংলাদেশি মারা যাওয়ার বিষয়টি কেউ জানায়নি। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/১৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2li3Ju1
June 19, 2018 at 05:29AM
18 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top