কলকাতা, ০৮ জুন- কলকাতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে রাজ্যের সেরা ফলাফল অর্জন করেছে যমজ দুই বোন। কলকাতার যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী অভ্রদীপ্তা ঘোষ এবং বাঁকুড়ার রানিবাঁধ হাইস্কুলের ছাত্রী অনিমা গড়াই। মানবিক বিভাগ থেকে তারা দুইজনই নম্বর ৪৮৬ নম্বর করে পেয়েছেন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে অভ্রদীপ্তা এ বছর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান পেয়েছে। দিনে মাত্র ৭ থেকে ৮ ঘণ্টা পড়শোনা করত সে। পড়াশোনার পাশাপাশি ব্যাডমিন্টন খেলতেও পছন্দ করত অভ্রদীপ্তা। আগামী দিনে ভূগোল নিয়ে গবেষণা করার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছে অভ্রদীপ্তা। অন্যদিকে পরিবারের ইচ্ছা মেয়েকে শিক্ষিকা করার। অভ্রদীপ্তা জানিয়েছেন, পরিবারের সবাই পাশে থাকার জন্যই এত ভালো ফল হয়েছে। পাশাপাশি গৃহশিক্ষক ও স্কুলের শিক্ষকরাও তাকে সাহায্য করেছেন বলে জানিয়েছে অভ্রদীপ্তা। অভ্রদীপ্তার পাশাপাশি যুগ্মভাবে উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে বাঁকুড়ার রানিবাঁধ হাইস্কুলের ছাত্রী অনিমা গড়াই। কলা বিভাগ থেকে তার প্রাপ্তনম্বর ৪৮৬। এত ভালো ফল হবে, তা আশা করতে পারেনি বলে জানিয়েছে অনিমা। পড়াশোনার পাশাপাশি গান শুনতে ভালোবাসে অনিমা। অনিমার বাড়ি বাঁকুড়ার খাগরা গ্রামে। ফল ঘোষণার পরেই তার বাড়িতে খুশির হাওয়া। ভূগোল তার প্রিয় বিষয় বলে জানিয়েছে অনিমা। আগামী দিনে কলেজের শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে তার। স্কুলের শিক্ষক ও পরিবারের সদস্যদের সহযোগিতাতেই এত ভালো ফল করতে পেরেছে বলে জানিয়েছে অনিমা। সূত্র: যুগান্তর আর/১৭:১৪/০৮ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2sQPT5e
June 09, 2018 at 12:36AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন