রোম, ২৯ জুন- ঝুলে আছে ইতালিতে অবস্থানরত ২০ হাজার বাংলাদেশির ভাগ্য। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তৎপর হয়ে উঠেছে দেশটি। গত কয়েকদিনে দুই হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে প্রবেশ করতে গিয়েও বাধ্য হয়েছে ফিরে যেতে। তাদের বেশিরভাগই সাগর পথে প্রবেশের চেষ্টা করছিলো। সম্প্রতি বৈঠক করেছেন ইতালির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি ও সিরিয়ার উপ প্রধানমন্ত্রী আহমেদ মেইটিংয়। তারা বৈঠকে অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকানো নিয়ে আলোচনা করে। অন্যদিকে মাত্তেও সালভিনি ঘোষণা করেছেন ইতালিতে অবৈধ সাড়ে ছয় লক্ষ আভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ ঘোষণার সাথে জড়িত প্রায় বিশ হাজার বাংলাদেশির ভাগ্য। যে কোনো মুহূর্তে তাদের সাথে ঘটতে পারে খারাপ কিছু। সূত্র: বিডি২৪লাইভ আর/১০:১৪/৩০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Nc8YYU
July 01, 2018 at 05:16AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন