মানামা, ৩০ জুন- বাহরাইনের হিদ শহরের একটি নির্মাণাধীন ভবনে কাজের সময় লিফট থেকে পড়ে নিহত হয়েছেন এক বাংলাদেশি শ্রমিক। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিহত শ্রমিকের নাম শাহ আলম টনিক (২২)। তাঁর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে। তিনি সাজ্জাদ হোসেন চান্দার বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাহরাইনের হিদ শহরের আল গেদির কন্সট্রাকশন কোম্পানিতে বহুতল ভবনে কাজ করার সময় লিফট থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান শাহ আলম। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের ফুফাতো ভাই বোরহান জানান, আমরা বাহরাইনে শাহ আলমের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছেন, লাশ পুলিশ হেফাজতে নিয়ে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সূত্র: সময়ের কন্ঠস্বর আর/১০:১৪/৩০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yZtucc
July 01, 2018 at 05:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top