মুম্বাই, ২৮ জুলাই- ভারতীয় সঙ্গীত জগতে তিনিই শেষ কথা ৷ তার গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে অনেক অভিনেত্রীই রাতারাতি খ্যাতি পেয়ে গেছেন ৷ আর সেই সংখ্যাটা প্রচুর ৷ বলছিলাম, সঙ্গীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কথা ৷ ভারতরত্ন খেতাব জয়ী এই সঙ্গীতশিল্পীর বয়স এখন ৯০ ছুঁই ছুঁই। ভারতের সংগীত জগতের এ ধ্রুবতারা দশকের পর দশক ধরে অজস্র জনপ্রিয় সংগীত উপহার দিয়েছেন। এমনকি তার গানে ঠোঁট মিলিয়ে অনেক অভিনেত্রীই রাতারাতি খ্যাতি পেয়েছেন এমন অভিনেত্রীর সংখ্যা অজস্র ৷ আর সঙ্গীতসম্রাজ্ঞী এবার এক উঠতি নায়িকার জন্য গান করতে চাইলেন ৷ আর সেই উঠতি নায়িকা আর কেউ নন, তিনি হলেন শ্রীদেবীর বড় মেয়ে তথা ধড়ক ছবির নায়িকা জাহ্নবী কাপুর ৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী কাপুরের বড় মেয়েকে তার বেশ মনে ধরেছে। তিনি সেই সাক্ষাৎকারে বলেন, আকস্মিকভাবে শ্রীদেবী চলে যাওয়ার পর, ছবিতে জাহ্নবীর ডেবিউই বনি কাপুরের ঠোঁটে হাসি ফিরে আসার কারণ ৷ জাহ্নবী কী সুন্দরী ৷ জাহ্নবীর জন্য গাইতে পারলে, আমার প্রচণ্ড ভাল লাগবে ৷ কাপুর পরিবারের সঙ্গে মুঙ্গেশকদের সম্পর্ক বেশ পুরানো। বনি কাপুর ও অনিল কাপুরের বাবা ছিলেন প্রযোজক। সেই থেকে কাপুরবাড়িতে লতা মঙ্গেশকরের যাতায়াত। খুব ছোট থেকেই অনিল কাপুর ও বনি কাপুরকে দেখেছেন তিনি। কাপুরবাড়ির দুই ভাই বনি-অনিল কাপুরের সঙ্গে তার সম্পর্কও বহুদিনের। সেই অনিল-বনিদের পরবর্তী প্রজন্ম এখন পা রেখেছে বলিউডে। তাই লতা মঙ্গেশকরের ইচ্ছা, কাপুর পরিবারের উঠতি প্রজন্মদের কারও জন্য কণ্ঠ দেবেন তিনি। মা শ্রীদেবীর মৃত্যুর পর জাহ্নবী যেভাবে নিজেকে সামলে নিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছেন তাতে মুগ্ধ লতা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/২৮ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AdemIA
July 28, 2018 at 03:41PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন