দার্জিলিংয়ে হচ্ছে গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয়

কলকাতা, ৩০ জুলাইঃ দার্জিলিংয়ে গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয় গড়ে তুলছে রাজ্য সরকার। মঙ্গলবার এই সম্পর্কিত বিল বিধানসভায় আসতে পারে বলে জানা যায়। সম্প্রতি রাজ্য সরকার আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরেও বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়েও সভায় বিল আসতে পারে।

দার্জিলিং পাহাড়ের গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয় তৈরির জন্য বহুদিন ধরেই দাবি উঠছে। মূলত পাহাড়ের নিম্নবিত্ত ও পিছিয়ে পড়া মানুষদের জন্য এই শিক্ষায়তন তৈরির কথা ভাবছে রাজ্য। এটি তৈরি হলে এলাকায় কর্মসংস্থান হবে। এই বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে উত্কর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়াসও নেওয়া হবে। পাহাড়ের সংস্কৃতি, সামাজিক বিষয় সহ নানা বিষয়ে ওখানে পড়ানো হবে। আগামীদিনে দার্জিলিংয়ের সব কলেজ ও শিক্ষালয়কে এর আওতায় আনার ভাবনাও সরকারের আছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বারবার পাহাড়ে গিয়েছেন। এলাকার উন্নয়নে নানা প্রকল্প নিয়েছেন। পাহাড়ের জনপ্রতিনিধিরা ওখানে বিশ্ববিদ্যালয় গঠনের জন্য তাঁকে আর্জি জানান। যা মেনে নিয়েছে রাজ্য সরকার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2mSIUWz

July 30, 2018 at 10:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top