টরন্টো, ১৭ জুলাই- সম্প্রতি কানাডার টরন্টোর স্থানীয় মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আসন্ন বিশ্ব সিলেট সম্মেলন এর প্রস্তুতিমূলক একটি বিশেষ সভা। সভায় সম্মেলন সংক্রান্ত ঘটে যাওয়া আন্তর্জাতিক মতবিনিময় অনুষ্ঠান এবং সম্মেলনের সর্বশেষ অবস্থান সম্পর্কে সবাইকে অবহিত করেন জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টোর সভাপতি দেবব্রত দে তমাল। জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টো-এর প্রচার সম্পাদক ইলিয়াছ খান জানান, সভাপতি তমাল আসন্ন বিশ্ব সিলেট সম্মেলনে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অতি সম্প্রতি বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি বিভিন্ন নেতৃস্থানীয় সিলেটি ব্যক্তিবর্গ এবং সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী এবং রাজনৈতিক পেশাজীবী সংগঠনদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সম্মেলনে তাদের যোগদান নিশ্চিত করেন। সভায় স্বনামধন্য চিকিৎসক এবং বিশ্ব সিলেট সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: জিয়াউদ্দিন আহমেদের সদ্য প্রয়াত শ্রদ্ধেয় মাতা, সাবেক সিলেট মহিলা কলেজের প্রধান শিক্ষিকা অধ্যক্ষ হুসনে আরা আহমেদ-এর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে মোনাযাত করা হয় এবং তাঁর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে আসন্ন বিশ্ব সিলেট সম্মেলন ২০১৮ এর পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা দেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টোর কার্যকরী পরিষদের সদস্যবৃন্দসহ উপদেষ্টা কমিটির অনেক সদস্য এবং টরন্টোর বেশ কয়েকজন বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টোর সভাপতি দেবব্রত দে তমাল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি। সূত্র: সিবিএন২৪ আর/১০:১৪/১৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LgP4xQ
July 18, 2018 at 04:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top