অভিষেকেই নজর কাড়লেন শচীনপুত্র

কলম্বো, ১৭ জুলাইঃ ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জার্সি গায়ে অভিষেক ঘটল শচীনপুত্র অর্জুন তেন্ডুলকারের। আর অভিষেকেই বল হাতে নজর কাড়লেন এই বাঁ-হাতি মিডিয়াম পেসার। নিজের দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার কামিল মিশারার উইকেট তুলে নেন তিনি। ১১ ওভার বল করে একটি উইকেট পাওয়ার পাশাপাশি দুটি মেডেন পান তিনি। অর্জুন ছাড়াও বল হাতে নজর কেড়েছেন হর্ষ ত্যাগী (৪/৯২) এবং অঙ্কুশ বাদোনি (৪/২৪)। ভারতীয় বোলারদের দাপটে প্রথমদিনে ২৪৪ রানেই শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস। দিনের শেষে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের স্কোর এক উইকেটের বিনিময়ে ৯২ রান। অধিনায়ক অনুজ রাওয়াত করেছেন ৬৩ রান।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Nn8Uoo

July 17, 2018 at 10:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top