কলকাতা, ২ জুলাইঃ বান্ধবীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত টেবিল টেনিস প্লেয়ার সৌম্যজিৎ ঘোষ তাঁর বান্ধবীকে বিয়ে করছেন। সোমবার কলকাতা হাইকোর্টে জানান সৌম্যজিতের আইনজীবী। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি রবি কিষান কাপুরের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ৮ সপ্তাহ গ্রেফতার করা যাবে না সৌম্যজিৎকে
ন্যাশনাল টেবিল টেনিস প্লেয়ার সৌম্যজিৎ ঘোষের বিরুদ্ধে তার বান্ধবী এবছর মার্চে ধর্ষণের অভিযোগ আনেন। বারাসত থানায় ওই প্লেয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। ওই প্লেয়ারের সঙ্গে আলাপ এবং পরে প্রেম ২০১৫ সালে, তখন সে নাবালিকা। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। পরে সৌম্যজিৎ তাকে বিয়ে করতে না চাইলে বারাসত থানায় ধর্ষণের অভিযোগ করে নির্যাতিতা। এদিন দুজনেই কোর্টে আসে। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি রবি কিষান কাপুরের ডিভিশন বেঞ্চে তাঁদের আইনজীবীরা জানান, তাদের মক্কেলরা বিয়ে করতে রাজি আছেন। তখন কোর্ট মামলাটি ৬ সপ্তাহের জন্য স্থগিত করে। কোর্ট বলে, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে। কিন্তু তারা নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গোলমাল মিটিয়ে নিলে সেটা খুবই ভালো। কোর্ট মামলাটি ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tZ0xXU
July 02, 2018 at 07:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন