নিকাহ হালালা ও বহুবিবাহ সংক্রান্ত আবেদনগুলির দ্রুত শুনানির আশ্বাস

নয়াদিল্লি, ২ জুলাইঃ মুসলিম সমাজে চালু বহুবিবাহ ও নিকাহ হালালা অর্থাৎ বিবাহ-বিচ্ছিন্না স্ত্রীকে আবার বিয়ে করার প্রথার বিরুদ্ধে পেশ হওয়া একগুচ্ছ আবেদনের দ্রুত শুনানি করতে রাজি হয়েছে শীর্ষ আদালত। সোমবার শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, নিকাহ হালালা ও বহুবিবাহ সংক্রান্ত আবেদনগুলির শুনানি পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে করা যায় কি না, সেই বিষয়ে তাঁরা ভেবে দেখবে।

নিকাহ হালালা খারিজ করার আবেদন জানিয়ে সুপ্রিমকোর্টে মামলা করেন শামিনা বেগম নামে এক মহিলা। এ দিন সেই আবেদনের শুনানি চলাকালীন শামিনার আইনজীবী ভি শেখর ও অশ্বিনী উপাধ্যায় শীর্ষ আদালতে জমা হওয়া নিকাহ হালালা বিষয়ক পিটিশনগুলির চূড়ান্ত নিষ্পত্তির জন্য পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে তালিকাভুক্ত করার আবেদন জানান। এর জবাবে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকার এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, আমরা বিষয়টি খতিয়ে দেখব।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IJMriJ

July 02, 2018 at 07:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top