টরন্টো, ৬ জুলাই- গত ৪ জুলাই শনিবার কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স এর উদ্যোগে বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী এবং বিজিএমই-এর সাবেক প্রেসিডেন্ট আতিকুল ইসলাম, বিজিএমই-এর সাবেক প্রেসিডেন্ট আনোয়ারুল এলাম পারভেজ এবং সুনামগঞ্জ এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই-এর পরিচালক খাইরুল হুদা চপলকে সংবর্ধণা দেয়া হয়। স্থানীয় দ্য হোস্ট রেস্টুরেন্টে সংগঠনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরিফ রহমানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি মাইনুল আলম খান। উক্ত সভায়, বাংলাদেশের সাথে বিজনেস টু বিজনেস সম্পর্ক উন্নয়নে ব্যাপক আলোচনা করা হয়। আতিকুল ইসলাম বলেন, বিজনেস টু বিজনেস এর জন্য এমন সংগঠন দরকার যা দু দেশের বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। প্রত্যেক ব্যবসায়িকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে উন্নয়নের এ ধারাকে সহয়তা করতে। তিনি আরো বলেন, বিদেশের মাটিতে বিভক্তি নয়; সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আনোয়ারুল পারভেজ বলেন, বাংলাদেশের সাথে ব্যবসায়িক উন্নয়নকে ধরে রাখতে চেম্বারের মতো সংগঠনগুলো বিরাট ভূমিকা রাখতে পারে। তিনি বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন আজ বাংলাদেশিদের মাথাপিছু আয় ১৭২৩ ডলার। খাইরুল হুদা চপল কানাডা বাংলাদেশ চেম্বার এর ভুয়াসী প্রসংশা করেন। সবশেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KFZGGI
July 07, 2018 at 08:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top