মহানায়কের ৩৮ তম প্রয়াণ দিবসে নন্দনে শুরু হল উত্তম চলচ্চিত্র উৎসব

কলকাতা, ২৪ জুলাইঃ অরুণ কুমার চট্টোপাধ্যায় (উত্তম কুমার) বাংলা ছবির দুনিয়ায় পা রাখার পর থেকেই বাংলা চলচ্চিত্রে ‘উত্তম যুগ‘-এর সূচনা হয়। যতদিন তিনি বেঁচে ছিলেন দর্শক উত্তমে মুগ্ধ ছিলেন। ‘ওগো বধূ সুন্দরী‘ ছবির শুটিং করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাংলা ছবির মহানায়কের। উত্তম যুগের অবসান ঘটে। আজ, ২৪ জুলাই মহানায়কের ৩৮তম প্রয়াণ দিবস। প্রত্যেক বছরের মতো এবারও উত্তম চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের সূচনা করবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। চলবে ৩০ জুলাই পর্যন্ত। জানা গিয়েছে, চলচ্চিত্র উত্সবে রয়েছে উত্তম কুমার অভিনীত ‘সাড়ে চুয়াত্তর’, ‘রাজবংশ’, ‘বিচারক’, ‘সন্ন্যাসী রাজা’ সহ আরও বেশকিছু ছবি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uIPTWw

July 24, 2018 at 03:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top