আপতত আর্জেন্টিনার কোচিং পদটি ফাঁকা। বিশ্বকাপের ব্যর্থতার দায়ে বরখান্ত হয়েছেন কোচ হোর্হে সাম্পাওলি। সাম্পাওলি চলে যাবার পর থেকে গুঞ্জণ কে হচ্ছেন মেসিদের পরবর্তী কোচ? শোনা যাচ্ছিল সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা আবারো দায়িত্ব পেতে যাচ্ছেন। অবশেষে সেই গুঞ্জণ সত্যি হতে যাচ্ছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিআইসি স্পোর্টস জনায় গুণী কোচ সাবেলাকে নাকি আবারো আর্জেন্টিনার দায়িত্ব দেওয়া হবে। একইসঙ্গে জাতীয় দল আর যুবদলের দায়িত্ব পেতে পারেন সাবেলা। আপাতত তাকে নাকি ২০১৯ সালের কোপা আমেরিকা কাপ পর্যন্ত মেসিদের কোচের দায়িত্ব দেয়া হবে সাবেলাকে। আর ২০২০ সালের টোকিও অলিম্পিক পর্যন্ত অন্নুর্ধ-২০ দলের। তবে এই সবকিছুই এখন পর্যন্ত গুঞ্জন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে সাবেলাকে কোচ করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক কোন ঘোষণা এখনও আসেনি। প্রসঙ্গত, ২০১৪ সালে সাবেলার অধীনে বিশ্বকাপের ফাইনাল খেলে আর্জেন্টিনা। এমএ/ ০৩:১১/ ২৪ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LMhNY6
July 24, 2018 at 09:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top