মুম্বই, ৫ জুলাইঃ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারন সভায় আজ উন্নততর ব্রডব্যান্ড পরিসেবা জিওগিগাফাইবার(JioGigafiber) লঞ্চ করার পাশাপাশি মুকেশ আম্বানির নয়া চমক জিও ফোনের আপডেটেড ভার্সন জিওফোন ২। চলতি বছরের ১৫ আগস্ট থেকে শুরু হবে এই ফোনের বুকিং। দাম ২,৯৯৯ টাকা। অ্যান্ড্রয়েড ফোনের মতোই কাজ করবে এই ফোন। চলবে ইউ টিউব, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক। এই অফার অনুযায়ী ক্রেতা যে কোনও ফিচারফোন এক্সচেঞ্চ করে মাত্র ৫০১ টাকায় নয়া জিওফোন কিনতে পারবেন। শুধু জিওফোনই এক্সচেঞ্চ করতে হবে, এমনটা নয়। যে কোনও ফিচার ফোনেই এই এক্সচেঞ্চ অফারের সুবিধা পাওয়া যাবে।
বৃহস্পতিবার নয়া জিওফোনের কথা ঘোষণা করেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি।
নয়া ভার্সনের বৈশিষ্ঠ্যঃ
- ডিসপ্লে সাইজ ২.৪০ ইঞ্চি
- জিওফোন ২-এর রেসোলিউশন ২৪০ পিক্সেল/৩২০ পিক্সেল
- র্যাম ৫১২ এমবি
- ইন্টারনাল স্টোরেজ স্পেস ৪ জিবি। এসডি কার্ড ব্যবহার করে এটি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে
- ২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা
- অপারেটিং সিস্টেন ফায়ারফক্সের KaiOS
- ২০০০ এমএএইচ ব্যাটারি
এতে যে কানেক্টিভিটি অপশনগুলি মিলবে তা হল- ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি ও এফএম।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zdfZph
July 05, 2018 at 04:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন