কলকাতা, ৫ জুলাইঃ বাস্তবে সরকারের টাকা সাধারণ মানুষের টাকা। তাই এই টাকা অপচয়ের কোনো জায়গা নেই। আজ নবান্নের সভাঘরে ব্যয় সঙ্কোচন বৈঠকে পর স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক সঙ্কট মোকাবিলায় আজ মন্ত্রী ও আমলাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ‘খরচ কমানোর ওপর জোর দেওয়ার’ নির্দেশ দিয়েছেন তিনি।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘সরকারি টাকা মানুষের টাকা। সেই টাকা খরচ করে লাক্সারি করা চলবে না। অপচয় কমিয়ে টাকা বাঁচিয়ে উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে।’ বৈঠকে মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাজেটে বরাদ্দ অর্থ ফেলে রাখা চলবে না। অতিরিক্ত খরচ করাও চলবে না।’ এরজন্য প্রয়োজনে ‘ট্রেনিং’এর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি অর্থের অপচয় রুখতে ‘অত্যাধুনিক পরিকল্পনা’র কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আমলাদের ‘ইনোভেটিভ আইডিয়া’ বের করার নির্দেশ দিয়েছেন। সরকারি অর্থের অপচয় রুখতে ‘টেন্ডার বিভ্রাট’ বন্ধের নির্দেশও দিয়েছেন তিনি।
একাধিক দপ্তরের দায়িত্বে থাকা সচিবদের ‘একটি গাড়িই ব্যবহারের’ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি বৈঠকে লাঞ্চ-টিফিন বাবদ খরচ বেঁধে দেওয়ার দাবিও উঠেছিল। সাম্প্রতিক নির্দেশিকায় বলা হয়েছে, বৈঠকে লাঞ্চের ব্যবস্থা করলেও, ঢালাও খাবার আনা যাবে না। আজকের বৈঠকেও ফিশফ্রাই, কাটলেট নয় সাদামাটা খাবারের ব্যবস্থা হয়েছিল। খরচ কমাতে এবার মুখ্যমন্ত্রীর সরাসরি নির্দেশ কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lWjQhd
July 05, 2018 at 05:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন