নাগরাকাটা, ২৪ জুলাই : ফের গ্রাসমোড় চা বাগান ছেড়ে চলে গেল সেখানকার পরিচালকরা। কোনো বিজ্ঞপ্তি জারি না করেই। গত সোমবার রাতে বাগানের তিন সহকারী পরিচালক বাগান ছেড়ে চলে যন বলে শ্রমিকরা জানিয়েছেন। মঙ্গলবার সকালে কাজে এলে শ্রমিকরা বিষয়টি বুঝতে পারেন। ক্ষোভে ফেটে পড়েন তারা। এদিনই ছিল সেখানে সাপ্তাহিক মজুরি দেওয়ার দিন। তা না দিয়েই মালিকরা চম্পট দেওয়ায় দ্রুত তাদের ধরে এনে বাগান খোলার দাবিতে বাগান লাগোয়া ৩১ সি জাতীয় সড়ক দীর্ঘ ক্ষণ অবরোধ করে রাখেন দলমত নির্বিশেষে বাগানের শ্রমিকরা। গাড়ির দীর্ঘ লাইন পড়ে যয় রাস্তার দুপাশেই। নাগরাকাটা থানার পুলিশ ও প্রশাসনের কর্তারা এসেও শ্রমিকদের ক্ষোভ সামলাতে পারেননি। ব্যাপক উত্তেজনা তৈরি হয় সেখানে। পরে অবশ্য রাস্তা অবরোধ মুক্ত করে দেওয়া হলেও শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যান পুলিশ প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে বাগানটিতে বকেয়ার পাহাড় জমেছে। পিএফ ও গ্র্যাচুইটি খাতে কোটি কোটি টাকা বকেয়া ছাড়াও শ্রমিকদের পাওনা রয়েছে চালু কাজের চার পাক্ষিক সপ্তাহের মজুরি। এখ নওদেওয়া হয়নি গত বছরের বোনাসের একাংশ। স্টাফ ও সাব স্টাফদের বকেয়া আছে গত দুমাসের বেতন। এই অবস্থায় সেখানে এখন ঘরে ঘরে অনাহার অর্ধাহার পরিস্থতি সৃস্টি হয়েছে। নাগরাকাটার বিডিও সাংগে পেমা ভুটিয়া বলেন, উর্ধ্বতন কতৃপক্ষকে সমস্ত কিছু জানানো হচ্ছে। বাগানের পরিচালকরা না থাকায় তাদের কারও সঙ্গে কথা বলা যয়নি।
ছবিঃ জাতীয় সড়ক অবরোধ গ্রাসমোড়ের শ্রমিকদের।–শুভজিৎ দত্ত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NFPcVb
July 24, 2018 at 12:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন