কাঁটাতার পেরিয়ে ভারতে, দেশে ফিরতে নারাজ পাকিস্তানি কিশোর

হায়দরাবাদ, ২৪ জুলাইঃ কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল সে। গতবছর মে মাসে সন্দেহজনকভাবে রাজৌরি জেলা দিয়ে ভারতে ঢুকেছিল সে। তবে সেনার কাছে আত্মসমর্পণ করেছিল। এরপর ১৪ মাস ভারতে জেলে কাটনোর পর সবে মুক্তি পেয়েছে ১৬ বছরের পাকিস্তানি কিশোর। তবে দেশে ফিরতে নারাজ আসফাক আলি। গতকাল ওয়াঘা সীমান্তে তাকে ভারতের পক্ষ থেকে মুক্তি দেওয়া হয়।

আসফাক জানায়, বলিউডের স্টার হওয়ার স্বপ্ন নিয়েই পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়েছিল আসফাক। কিন্তু ধরা পড়ে যায়। শাস্তির মেয়াদ শেষে দেশে ফিরিয়ে দেওয়ার পালা ছিল ভারত সরকারের। সে আরও জানায়, সে ভারতে থাকতে চায়। এতদিন এখানে থেকে তার মনে হয়েছে, ভারত ভালো দেশ। এখানে সে কোনো চাকরি পেয়ে যাবে বলে বিশ্বাস তার। তার বিশ্বাস ভারত সরকার তাকে থাকতে দেবে।

জেরায় সে জানিয়েছে, পাকিস্তানে এক রক্ষণশীল পরিবারে ২০০২ সালে জন্ম তার। ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশুনো করেছে সে। ছোটবেলা থেকেই নিজেকে বলিউডের স্টার হিসেবে দেখত সে। মুম্বইয়ে থাকার ইচ্ছা নিয়ে দেশ ছেড়েছিল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2mBi9Ge

July 24, 2018 at 12:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top