মেহুলের ঢোকার খবর পেয়েই আটক করতে অ্যান্টিগুয়া প্রশাসনকে আর্জি ভারতের

নয়াদিল্লি, ৩০ জুলাইঃ পিএনবি জালিয়াতি মামলায় অভিযুক্ত পলাতক মেহুল চোকসি অ্যান্টিগুয়া ও বার্বুডায় রয়েছেন, সেখানকার নাগরিকত্বও পেয়েছেন। এই খবরের পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করতে ক্যারিবিয় দ্বীপপুঞ্জের দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করল ভারত সরকার। সূত্রের খবর, ভারত সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে অ্যান্টিগুয়া প্রশাসনের সঙ্গে।বিদেশ মন্ত্রকের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে খবর, অ্যান্টিগুয়ায় মেহুল চোকসির উপস্থিতি সম্বন্ধে অবগত হওয়ার পর চিঠি এবং ফোনে জানানো হয়েছে, চোকসিকে যে কোনও পরিস্থিতিতে আটক করুক সে দেশের সরকার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LCFAxG

July 30, 2018 at 06:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top