ঢাকা, ৩০ জুলাই- ওয়েস্ট ইন্ডিস সফরের শুরুতে ক্যারিবীয়দের কাছে টেস্টে হোয়াইট ওয়াশের লজ্জায় পড়ে টাইগাররা। তবে ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সেই ক্যারিবীয়দের হারিয়ে দাপটের সঙ্গে সিরিজ জেতা নিয়েছে বাংলাদেশ। মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের এমন প্রত্যাবর্তনে শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিংহ। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা টুইটার নয়, এমনকি কোনো গণমাধ্যমের কাছেও নয়। তিনি শুভেচ্ছা বার্তাটি পাঠিয়ৈছে টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবালের মুঠোফোনে। ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে ওয়ানডে সিরিজের টুর্নামেন্ট সেরা তামিম ইকবাল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরির পাশাপাশি একটি অর্ধ শতক নিয়ে তামিমের রান ২৮৭। ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচ সিরিজে কোনো বিদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড এটিই। হাথুরুর শুভেচ্ছা বার্তাও এসেছে সেই তামিমের মোবাইলে। সেটা দলের অন্যদের কাছে পৌঁছে দিতেও বলেন টাইগারদের সাবেক এই গুরু। শনিবার ম্যাচ শেষে হোটেলে ফিরে রাতে খাবার খাওয়ার সময় হাথুরুর খুদে বার্তা ওয়েলডান চ্যাম্পিয়ন। দলের সবাইকে আমার শুভ কামনা পৌঁছে দিয়ো। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/৩০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uXZ0ma
July 31, 2018 at 12:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top