যাদবপুরে অচলাবস্থা কাটাতে পড়ুয়াদের মুখোমুখি উপাচার্য

কলকাতা, ৯ জুলাইঃ শুক্রবার রাত থেকে আন্দোলনকারী পড়ুয়াদের অনশন শুরু হওয়ার পরও এখনও অচলাবস্থা জারি রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে সোমবার সকালে অনশনরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন উপাচার্য সুরঞ্জন দাস। পড়ুয়াদের তিনি জানান, কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছিল প্রবেশিকার পরিবর্তে নম্বরের ভিত্তিতে ভরতি নেওয়া হবে। সেই সিদ্ধান্তই জানানো হয়েছে। এই বিষয়ে রেজিস্ট্রার জানিয়েছেন এক্সিজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। তবে কবে সেই বৈঠক হবে তা তিনি স্পষ্ট করেননি। উপাচার্যের বক্তব্যকে দায় এড়ানো বলে অভিযোগ করেছেন আন্দোনকারী পড়ুয়ারা। তাঁরা এখনও প্রবেশিকা ফিরিয়ে আনার দাবিতে অনড় রয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zmeYva

July 09, 2018 at 02:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top