নয়াদিল্লি, ৯ জুলাইঃ তাজমহলের বদলে লোকজন অন্য কোনও মসজিদে গিয়ে নমাজ পড়তে পারেন। বহিরাগতদের তাজমহলে শুক্রবারের প্রার্থনার উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হওয়া আবেদন খারিজ করে দিয়ে সোমবার এমনটাই বলেছে শীর্ষ আদালত। বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ বলেছে, আগ্রার প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই বহাল থাকবে। জানা গিয়েছে, চলতি বছরের ২৪ জানুয়ারি আগ্রার অতিরিক্ত জেলাশাসক নির্দেশিকা জারি করে বলেন, নিরাপত্তার কথা মাথায় রেখে বহিরাগতদের শুক্রবারের প্রার্থনার জন্য তাজমহলের মধ্যে থাকা মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন তাজমহল মসজিদ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হুসেইন জৈদী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2m1DxUA
July 09, 2018 at 02:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন