নয়াদিল্লি, ৩১ জুলাইঃ সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে সকলের সঙ্গে আলোচনা করে পশ্চিমবঙ্গেও নাগরিকপঞ্জি প্রস্তুত করার হুমকি দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শা। তিনি বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সম্পর্কে কংগ্রেসের মনোভাব কী, তা পরিষ্কার করে বলতে হবে রাহুল গান্ধিকেও। একইসঙ্গে তিনি একথাও বলেন, ২০০৫ সালে এনআরসির আইডিয়াটি এনেছিল কংগ্রেস। এছাড়া তার আগে ১৯৮৫ সালে রাজীব গান্ধি অসম চুক্তি সই করে নাগরিকপঞ্জি বাস্তবায়িত করার কথা দিয়েছিলেন। একইসঙ্গে তিনি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের পশ্চিমবঙ্গে ঠাঁই দিয়েছেন দিদি, তিনি চাইছেন দেশের অন্যান্য রাজ্যেও তাদের ঠাঁই দেওয়া হোক। তিনি নাগরিকপঞ্জির বিষয়টিকে ভোটের স্বার্থে রাজনীতিকরণ করতে চাইছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AsyOoX
July 31, 2018 at 10:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন